মানুষের মাঝে ইয়্যাসের ‘উপহার’
সময়: 7:38 pm - April 6, 2020 | | পঠিত হয়েছে: 83 বার
করোনা ভাইরাসের প্রভাবে বিপাকে পড়া নিম্ন আয়ের খেটে খাওয়া দুস্থ ও অনাহারীদের পাশে দাঁড়িয়েছে রাজশাহীর তরুণ সংগঠন ইয়্যাস (ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ)। তাদেরকে ‘উপহার’ হিসেবে দুপুরের খাবারের প্যাকেট বিতরণ করেছে সংগঠনটি। সোমবার (০৬ এপ্রিল ২০২০) দুপুরে তরুণ সংগঠনটির একটি বিশেষ টিম রাজশাহীর প্রাণকেন্দ্র সাহেববাজার জিরোপয়েন্ট ও তার আশেপাশে রাস্তায় ঘুড়ে ঘুড়ে এ খাবার বিতরণ করেন।
সারাবিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও করোনাভাইরাসের প্রার্দুভাব ছড়িয়ে পড়েছে। ঘরবন্দি হয়ে পড়েছেন মানুষজন। ফলে কর্মহীন হয়ে পড়েছেন অধিকাংশ নিম্ন আয়ের দিনমজুর মানুষ। অনেকেই খাদ্যাভাবে পড়েছেন। সরকারি-বেসরকারির প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন তরুণ সংগঠন এমনকি অনেক ব্যাক্তি ব্যাক্তিগত উদ্যোগে বিপদগ্রস্থ মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। গণসচেতনতা সৃষ্টির পাশাপাশি ভাইরাস প্রতিরোধে জিবানুনাশকও স্প্রে করছেন। সর্বপরি যে যার সামর্থ্যানুুযায়ী মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করছেন।
ঠিক এমনই পরিস্থিতিতে ‘তারুণ্যের জয় হবে নিশ্চয়’ এ প্রত্যায়ে এগিয়ে চলা রাজশাহীর তরুণ সংগঠন ইয়্যাস (ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ) তাদের সামর্থ্যানুযায়ী মানুুষের পাশে এসে দাঁড়িয়েছে। সংগঠনটির একটি বিশেষ টিম সামাজিক দুরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষা মাস্ক ও হ্যান্ড গ্ল্যাভস (হাত মোজা) পরিধান করে ‘উপহার’ (দুপুরের খাবারের প্যাকেট) বিতরণ করেছেন। সংগঠনের তরুণ সদস্যরা দুপুরে রাজশাহী মহানগরীর রাস্তায় ঘুরে ঘুরে নগরীর নিম্ন আয়ের খেটে খাওয়া রিক্সা ও অটোরিক্সা চালকসহ প্রায় শতাধিক দুস্থ ও অনাহারী মানুষের মাঝে ‘উপহার’ (খাবারের প্যাকেট) বিতরণ করেন। পাশাপাশি তারা বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রামন রোধে তাদের সচেতন করেন। এসময় তাদের সঠিকভাবে সামাজিক দুরত্ব বজায় রাখা এবং সুরক্ষা মাস্ক ও হ্যান্ড গ্ল্যাভস (হাত মোজা) পরিধান করতে অনুরোধ জানান তরুণেরা। এছাড়াও সম্ভব হলে অপ্রয়োজনে বাড়ির বাইরে না থেকে বাড়িতে অবস্থান করার বিষয়েও বিশেষভাবে অনুরোধ করেন তারা।
বিশেষ টিমের নেতৃত্ব প্রদান করেন, তরুণ সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের সাধারণ সম্পাদক তরুণ সমাজসেবক নাজমুল ইসলাম আকাশ। বিশেষ টিমের অন্যান্য সদস্যরা হলেন- ব্যবসায়ী নওরোজ আলি মহিম, তরুণ সংগঠন ইয়্যাসের পরিবেশ বিষয়ক সম্পাদক সুবাস কুমার শুভ, সংগঠনিক সম্পাদক সোলাইমান হোসেন রকি, সদস্য আসিফ ইকবাল রণক।
বিশেষ টিমের নেতৃত্ব প্রদানকারী তরুণ সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের সাধারণ সম্পাদক তরুণ সমাজসেবক নাজমুল ইসলাম আকাশ বলেন, “বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমরা আমাদের সামর্থ্যানুয়ায়ী খিচুড়ি ও ডিম রান্না করে এনে তাদেরকে ‘উপহার’ হিসেবে দিয়েছি। পাশাপাশি তাদের সচেতন করার চেষ্টা করেছি।”
বিশেষ টিমের নেতৃত্ব প্রদানকারী তরুণ সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের সাধারণ সম্পাদক তরুণ সমাজসেবক নাজমুল ইসলাম আকাশ বলেন, “বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমরা আমাদের সামর্থ্যানুয়ায়ী খিচুড়ি ও ডিম রান্না করে এনে তাদেরকে ‘উপহার’ হিসেবে দিয়েছি। পাশাপাশি তাদের সচেতন করার চেষ্টা করেছি।”
সংক্রামক ব্যাধি নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রামণ প্রতিরোধে জনসমাগম এড়িয়ে সামাজিক দুরত্ব বাজায় রেখে চলতে বলা হয়েছে। সেই সাথেই ঘরে অবস্থান করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলারও নিদের্শনাও প্রদান করা হয়েছে বলে উল্লেখ করে তরুণ সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের সভাপতি বরেন্দ্র অঞ্চলের শ্রেষ্ঠ যুব পদকপ্রাপ্ত তরুণ নেতা শামীউল আলীম শাওন বলেন, “সার্বিক দিক বিবেচনা করে সংগঠনের পক্ষ থেকে একটি ছোট টিম করা হয়েছে। স্বাস্থ্যবিধি ও সার্বিক নির্দেশনা অনুযায়ী তাদের দিয়ে আজ শতাধিক নিম্ন আয়ের মানুষের কাছে ‘উপহার’ হিসেবে খাবারের প্যাকেট পৌঁছে দেয়া হয়েছে। আমরা আমাদের সামর্থ্যনুযায়ী মানুষগুলোকে ‘উপহার’ দিয়েছি। ”