চাঁপাইনবাবগঞ্জে চালক-শ্রমিকদের খাদ্য মাঝে সহায়তা প্রদাণ
চাঁপাইনবাবগঞ্জে দিনমজুর, রিক্সাচালক, ভ্যানচালক, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার কর্মহীন ১৫৪ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। সোমবার (৬ এপ্রিল) দুপুরে জেলা ষ্টেডিয়ামে এ খাদ্য বিতরণ করা হয়।
করোনা পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা কর্মসুচীর আওতায়, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় জেলা প্রশাসন প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাউল সহায়তা প্রদাণ করেন।
খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ উরাঁও, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মৌদুদ আলম খাঁন প্রমুখ।
এসময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি বলেন, আপনারা সকলে সরকারের নির্দেশনানুযায়ী ঘরেই থাকুন। আপনাদের খাবারসহ যেকোন সমস্যায় প্রশাসন এগিয়ে যাবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ”করোনা যুদ্ধে জয়ী হতে হলে আপনারা ঘরেই অবস্থান করুন। অপ্রয়োজনীয় বাইরে যাবেন না।” আসুন আমরা শেখ হাসিনার নেতৃত্বে করোনা যুদ্ধে বিজয়ী হতে ঘরেই অবস্থান করি।