রাজশাহীতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ডিসির

সময়: 1:43 pm - April 12, 2020 | | পঠিত হয়েছে: 133 বার

করোনা ভাইরাস প্রতিরোধে রাজশাহীতে অঘোষিত লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়েছে মানুষ। রিক্সা চালক দিনমজুরসহ সাধারণ আয়ের মানুষ সংকটে দিন পার করছেন।

এসব কর্মহীন মানুষের সহযোগিতায় রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এগিয়ে এসেছেন। দেয়া হচ্ছে ত্রাণ সামগ্রী। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে রাজশাহীর প্রত্যন্ত এলাকায় দেয়া হয়েছে ত্রাণ সামগ্রী। এখনো অনেক এলাকা আছে যেখানে ত্রাণ বিতরণ একেবারে অপ্রতুল্য বলে মনে করছেন জেলা প্রশাসন।

এরই প্রেক্ষিতে রাজশাহী জেলা প্রশাসন রাজশাহীর বিত্তবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান। তাঁর এই আহ্বানে সাড়া দিয়ে রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশনের পক্ষে গতকাল শনিবার অসহায় মানুষের জন্য ৪শ’ প্যাকেট খাদ্য সামগ্রী জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে দেয়া হয়। এ ত্রাণ পেয়ে জেলা প্রশাসনের পক্ষে রেডার সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক রেডার মত সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন।

রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানুষকে ঘরে থাকার নির্দেশনায় খেটে খাওয়া অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের খাদ্য চাহিদা পুরণ ও দৈনন্দিন খরচ মিটানোর জন্য সরকারী সহায়তা প্রদান করা হচ্ছে।

বেসরকারী দানশীল ও আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তিদেও কাছ থেকে জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে অর্থ, চাল, ডাল, তেল, লবন, আলু গ্রহণ করা হচ্ছে। স্বচ্ছল ব্যক্তিরা জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে সাহায্য করতে পারবেন। জেলা প্রশাসকের এ আহ্বানে সাড়া দিয়েছে রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশন (রেডা)।

রেডার পক্ষে ২শ’ প্যাকেট (১০ কেজি চাল), ২শ‘ প্যাকেট (ডাল, মুড়ি, তেল, লবন, সাবান, স্যালাইনসহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয়। জেলা প্রশাসক ত্রাণ তহবিলে অসহায় মানুষের জন্য এসব খাদ্য সামগ্রী প্রদান করায় রেডার সকল সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন। এছাড়াও বলা হয়েছে, যেনো সংকটময় অবস্থায় জেলা প্রশাসন মানুষের পাশে আছে এবং থাকবে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর