চাঁপাইনবাবগঞ্জে ট্রাকে করে গোপনে ফিরছে মানুষ, প্রশাসন সতর্ক

সময়: 1:47 pm - April 12, 2020 | | পঠিত হয়েছে: 396 বার

ট্রাকে করে বিভিন্ন কৌশলে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে চাঁপাইনবাবগঞ্জে ফিরছেন মানুষজন। পুলিশ গত দুই দিনে খালি ও মালবাহী ট্রাকের ত্রিপালের নিচসহ বিভিন্ন কৌশলে আসা ২১৬ জনকে আটক করেছেন।

আটকের পরে তাদের প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এ সময় ৯ জনকে প্রাতিষ্ঠানিক কোরেন্টাইনে রাখা হয়েছে। বাকিদের ১০ কেজি করে চাল দিয়ে হোম কোরেন্টাইনে থাকার শর্তে ছেড়ে দেয়া হয়েছে।

এদিকে, বাইরের জেলা থেকে আসা মানুষজনকে ঠেকাতে জেলার প্রবেশদ্বারগুলোতে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। সেখানেই মানুষজনকে আটক করে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।

এ বিষয়ে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানিয়েছেন, যারা ঢাকা, নারায়নগঞ্জ, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে এই জেলায় প্রবেশ করছেন তাদের পুলিশ চেকপোস্টগুলোতে আটকিয়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য পিটিআই প্রাতিষ্ঠানিক কোরেন্টাইনে পাঠানো হচ্ছে। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর তাদের হোম কোরেন্টাইনসহ প্রাতিষ্ঠানিক কোরেন্টাইনে রাখা হচ্ছে। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, বিভিন্ন জেলা থেকে এ জেলায় যারা প্রবেশ করবেন তাদের প্রথমে পরীক্ষা করা হবে।

যদি তাদের কারো দেহে করোনার কোন উপসর্গ না পাওয়া যায় তবে তারা নিজ নিজ গৃহে হোম কোরেন্টাইনে থাকবেন। হোম কোরেন্টাইন না মানলে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ সময় তিনি আরও জানান, শনিবার পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩১৮ জন হোম কোরেন্টাইনে এবং ২৭ জন প্রাতিষ্ঠানিক কোরেন্টাইনে রয়েছেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর