চাঁপাইনবাবগঞ্জ জেলায় কোন করোনা রোগী নাই

সময়: 3:12 pm - April 20, 2020 | | পঠিত হয়েছে: 1541 বার

চাঁপাইনবাবগঞ্জ জেলা এখনো করোনা মুক্ত। জেলায় এখন পর্যন্ত কোন করোনা রোগী শনাক্ত হয়নি। সরকারি নির্দেশনা পালনে জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সর্বাত্বক প্রচেষ্টা এবং জেলাবাসীর সচেতনতার কারণে এখনো জেলা করোনা মুক্ত আছে বলে মনে করছেন বিজ্ঞমহল।

তবে সামাজিক বা শারীরিক দুরত্ব বজায় না রাখলে এবং অপ্রয়োজনে বাড়ির বাইরে ঘোরাফিরা করলে জেলাবাসী করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে বলে সতর্ক করেছেন জেলা প্রশাসক। প্রধানমন্ত্রীর নির্দেশনানুযায়ী প্রতি উপজেলার কমপক্ষে সন্দেহভাজন ২ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য রাজশাহী মেডিকেলে প্রেরণ করছেন জেলা স্বাস্থ্য বিভাগ।

আর এ বিষয়ে সার্বিক তত্বাবধানে আছেন জেলা প্রশাসন। অন্য জেলা থেকে বিশেষ করে ঢাকা এবং নারায়ণগঞ্জ হতে আগত লোকজনের চেকপোষ্ট বসিয়ে শনাক্ত করছে জেলা পুলিশ। আগতদের প্রাথমিক পরীক্ষা করে যাদের কোন উপসর্গ না পাচ্ছে তাদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়ে ছেড়ে দেয়া হচ্ছে।

তবে নারায়ণগঞ্জ ও ঢাকা হতে আগতের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। জেলা প্রশাসন এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ১৩ এপ্রিল পর্যন্ত মোট করোনা উপসর্গে সন্দেহে ৪৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। সেই ৪৬ জনের পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে বলে জানায় জেলা প্রশাসন। তবে ১৮ এপ্রিল পর্যন্ত আরও ৪২ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, যার ফলাফল এখনও পাওয়া যায়নি।

জেলা প্রশাসন জানায়, জেলায় এখনো কোন কোন করোনা রোগী শনাক্ত হয়নি। হোম কোয়ারেন্টাইনে আছে ১৪৪১ জন এবং প্রাতিষ্ঠনিক কোয়ারেন্টাইনে আছে ৫১ জন। হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের সার্বিক নজরদারীতে রেখেছে জেলা পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর