গোমস্তাপুরে ভোক্তা অধিকারের বাজার মনিটরে জরিমানা আদায়

সময়: 4:39 pm - April 27, 2020 | | পঠিত হয়েছে: 313 বার

এস এম সাখাওয়াত জামিল দোলন : চলমান করোনা পরিস্থিতিতে বাজার পরিস্থিতি ঠিক রাখতে দেশের বিভিন্ন বাজারে অভিযান অব্যাহত রেখেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এরই অংশ হিসেবে সোমবার জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত রহনপুর স্টেশন বাজারের মুদি দোকানগুলোতে অভিযান চালিয়ে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহকারী পরিচালক মো. জহিরুল ইসলাম সোমবার দুপুর ৩টায় এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানিয়েছেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনায় এবং প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালকের তত্তাবধানে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজারের বিভিন্ন মুদি দোকানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় কোন প্রকার মূল্য তালিকা না থাকা এবং মূল্যের অসামঞ্জস্যতা পরিলক্ষিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৩৮ অনুযায়ী ভাই ভাই স্টোর, ভাই ভাই স্টোর-২ ও রিপন স্টোরকে ২ হাজার টাকা করে ৬ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য প্রক্রিয়াজাতকরণের অপরাধে ধারা ৪৩ অনুযায়ী রফিকুল স্টোরকে ৫ হাজার টাকা মোট ১১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

তিনি আরো বলেন, মুদি দোকানগুলোতে চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্যের কোন ক্রয় ভাউচার না থাকায় দোকান মালিকগণ কু কারসাজি করে একই পণ্যের ভিন্ন ভিন্ন মূল্য সাধারন ক্রেতার কাছে দাবি করেন। আর তাই বিভিন্ন প্রতিষ্ঠান মালিকদের দোকানে সঠিক মূল্য তালিকা প্রদর্শণ, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করতে সচেতন হবার আহ্বান জানানো হয়েছে।

রহনপুর স্টেশন বাজারে অভিযানে এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. কোবাদ আলী ও রহনপুর পুলিশ ফাঁড়ির একটি টিম সহায়তা করেন বলে জানান সহকারী পরিচালক।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর