চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী বিভাগে এসএসসির ফলাফলে দ্বিতীয় : পাসের হার ৯২.৩৩%
চলতি বছর এসএসসি পরীক্ষায় রাজশাহী বিভাগের মধ্যে গত বছরের ন্যায় এবারও জয়পুরহাট জেলা শীর্ষ স্থান দখলে রেখেছে। সেখানে পাসের হার ৯৫.৯৭%।
আর জয়পুরহাট জেলার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া জেলা। রোববার প্রকাশিত ফলাফলে দেখা যায় চাঁপাইনবাগঞ্জে পাসের হার ৯২.৩৩ ভাগ।
প্রতি বছরের মত এবারও জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ১২৫ বছরের বিদ্যাপিঠ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় ফলাফলে এগিয়ে আছে। এ বছর বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া ২৪০ জন ছাত্রের মধ্যে ১৫৩ জন ছাত্রই জিপিএ-৫ পেয়েছেন। পাস করেছেন শতভাগ শিক্ষার্থী।
আর জিপিএ-৫ এর শীর্ষস্থান দখল করেছেন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। বিদ্যালয়টি থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ২৬২ জন ছাত্রীর মধ্যে পাস করেছেন ২৫৫ জন ছাত্রী। আর মোট জিপিএ-৫ পেয়েছেন ১৬২ জন। তবে ৭ জন শিক্ষার্থী পাস করতে না পারলেও পরের বছর ভালো ফল করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা।
এবারের এসএসসি পরীক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে মোট ১৫ হাজার ৮৩৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করলেও পাশ করেছেন ১৪ হাজার ৬২৪ জন পরীক্ষার্থী। অন্যদিকে পাশের হারের দিক থেকে ছেলেরা সামন্য এগিয়ে আছে। ছেলেদের পাশের হার ৯২.৩৫ ভাগ ও মেয়েদের পাশের হার ৯২.৩১ ভাগ।
তবে চাঁপাইনবাবগঞ্জের অন্যান্য বিদ্যালয়ের মধ্যে উল্লেখযোগ্য জিপিএ-৫ পেয়েছে গ্রীণভিউ উচ্চ বিদ্যালয় থেকে ৪৮ জন, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় টাউন হাই স্কুলের ১ জন, ফুলকুঁড়ি ইসলামিক একাডেমির ৪৯ জন, কামাল উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের ৪ জন, হরিপুর ১নং উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৯ জন, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয় থেকে ৩৯ জন, কৃষ্ণগোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৫ জন।
রাজশাহী বার্তা/admin