চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ত্রাণের আওতায় ২৫ হাজার পরিবার
পৌরভবনে ২৫তম দফার (বুধবার) খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, মেয়র মোহম্মদ নজরুল ইসলাম, পৌর ত্রাণ কমিটি আহব্বায়ক কাউন্সিলর আফজাল হোসেন পিন্টু, কমিটি সদস্য ও কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, আব্দুল বারেক, মতিউর রহমান, ট্যাগ অফিসারের প্রতিনিধি পৌর উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমানুল্লাহ এবং ত্রাণ কমিটির সদস্য সচিব ফারুক হোসেন।
ত্রাণ কমিটি সদস্য সচিব ফারুক হোসেন জানান, এ পর্যন্ত জেনারেল রিলিফ হিসেবে ১১ দফায় ১৯ হাজার ২শত পরিবারের মাঝে ১০ কেজি করে ১৯২ টন চাল, রিলিফের নগদ পাওযা ১৮ লক্ষ ৬০ হাজার টাকা থেকে ৮ দফায় ও শিশুখাদ্য বাবদ পাওযা ৩ লক্ষ টাকায় ৬ দফায় মোট ৬ হাজার ২৬২টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী কিনে বিতরণ সম্পন্ন হয়েছে।
সদস্য সচিব আরও জানান, বর্তমানে মজুদ আছে ৩০ টন চাল ও শিশুখাদ্য বাবদ ৭৫ হাজার টাকা। এসব বিতরণের তালিকা চূড়ান্ত হয়েছে বলেও জানান সদস্য সচিব।