কানসাট-দিনাজপুর রুটে বিআরটিসি বাস সার্ভিস চালু

সময়: 7:18 pm - September 25, 2020 | | পঠিত হয়েছে: 375 বার

দেশের বৃহত্তম আমবাজার চাঁপাইনবাবগঞ্জের কানসাট থেকে দিনাজপুরগামী বিআরটিসি বাস সার্ভিস চালু হয়েছে। এটি প্রতিদিন সকাল ৬টায় কানসাট থেকে দিনাজপুরের উদ্দেশে ছেড়ে যাচ্ছে।

 

বাসটি কানসাট-গোমস্তাপুর-পোরশা-সাপাহার (কে জিপিএস) আঞ্চলিক মহাসড়ক হয়ে জয়পুরহাট, পাঁচবিবি, হিলি, বিরামপুর, ফুলবাড়ী হয়ে দিনাজপুর শহরে পৌঁছায়।
সেখান থেকে ফিরতি পথে সকাল ৮টায় কানসাটের উদ্দেশে ছেড়ে আসে।

 

গত মঙ্গলবার এ রুটের বাস সার্ভিস চালু করা হয়। উত্তরবঙ্গের বেশ কটি জেলার জনসাধারণের দাবির মুখে প্রথম এ রুটে আন্তঃজেলা বাস সার্ভিস চালু হলো।

 

ফলে শিবগঞ্জ উপজেলার কানসাট, গোমস্তাপুরের রহনপুর, নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছি হয়ে সাপাহার ও পত্নীতলা ধামইরহাট, জয়পুরহাট সদর, পাঁচবিবি দিনাজপুরের হিলি, বিরামপুর, ফুলবাড়ী উপজেলার সঙ্গে চাঁপাই জেলার সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হলো।

 

কানসাট বিআরটিসি বাস কাউন্টার মাস্টার কাজী মাসুদ রানা জানান, এ রুটে সরাসরি আন্তঃজেলা বাস সার্ভিস চালু করায় বরেন্দ্র অঞ্চলসহ উত্তরাঞ্চলের সংশ্লিষ্ট জেলার জনসাধারণ উপকৃত হবেন।

রাজশাহী বার্তা/Durul Haque

এই বিভাগের আরও খবর