শিবগঞ্জের পাঁকা ইউপির চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীর জয়
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল) জালাল উদ্দীন তিন হাজার ২৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকট প্রতিদ্বন্দ্বী (ধানের শীষ) আবদুল মালেক পেয়েছেন ২ হাজার ৭১০ ভোট।
এদিকে স্বতন্ত্র প্রার্থী (আনারস) পারভিন পেয়েছেন ১ হাজার ৮৭০ ভোট ও (নৌকা) মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন মাস্টার পেয়েছেন ১ হাজার ৩৯৪ ভোট।
শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুল কবির জানান, শনিবার পাঁকা ইউনিয়নের উপনির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়।
এর আগে গত ২৯ মার্চ ইউপি উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে নির্বাচন স্থগিত করা হয়েছিল।
চলতি বছরের ৮ জানুয়ারি পাঁকা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মজিবুর রহমান মৃত্যুবরণ করায় চেয়ারম্যানের পদটি শূন্য হয়। পাঁকা ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৩৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৩৬৭ ও নারী ভোটার ৭ হাজার ১২ জন।
রাজশাহী বার্তা/admin