চাঁপাইনবাবগঞ্জে ডেন্টিস্টস সোসাইটি অব বাংলাদেশ-ডিএসবি’র স্মারকলিপি প্রদান
সময়: 9:01 pm - October 12, 2020 | | পঠিত হয়েছে: 247 বার
জাহাঙ্গীর আলম, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে জেলা সিভিল সার্জন কর্তৃক ডেন্টাল চেম্বারসমূহকে ডেন্টাল ক্লিনিকের লাইসেন্স গ্রহনের নোটিশ প্রদানের প্রতিবাদ জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেছে ডেন্টিস্টস সোসাইটি অব বাংলাদেশ-ডিএসবি।
সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও জেলা সিভিল সার্জনের মাধ্যমে ডেন্টিস্টস সোসাইটি অব বাংলাদেশ-ডিএসবি’র কেন্দ্রীয় কমিটির সভাপতি মুস্তাকিমুল আহমেদ সোহেল ও মহাসচিব মুহাম্মদ আবুল মানসুর সাক্ষরিত এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, ডেন্টিস্টস সোসাইটি অব বাংলাদেশ-ডিএসবি’র রাজশাহী বিভাগীয় কমিটির মহাসচিব মো. আশিকুল হাবীব আশিক, অর্থসচিব মো. নাজমুস সাকিব, সদস্য মো. সারিউল ইসলাম, তাজরিন খাতুনসহ অন্যান্যরা।
এসময় ডিএসবি’র রাজশাহী বিভাগীয় কমিটির মহাসচিব মো. আশিকুল হাবীব আশিক জানান, ৪ বছর মেয়াদী ডিগ্রীধারী ডেন্টাল গ্রাজুয়েটগণ সরকারি সকল নিয়ম মেনে উচ্চ আদালতের রায়ের ভিত্তিতে প্রাইভেট প্র্যাকটিস চলমান রাখার সক্ষমতা অর্জন করে চেম্বার পরিচালনা করে আসছে। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের পরিপত্র অনুযায়ী বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের লাইসেন্স প্রদান ও ফি পুনঃনির্ধারনকল্পে ডেন্টাল চেম্বারসমূহকে লাইসেন্স করা ও নবায়নের জন্য যোগাযোগ করতে বলা হয়। কিন্তু ১৯৮২ সালের দ্যা মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ অর্ডিন্যান্স অনুযায়ী ডেন্টাল চেম্বার কোনরূপ ক্লিনিক বা হাসপাতালের অন্তর্ভুক্ত নয়। কারন এখানে কোন প্রকার রোগী ভর্তি রেখে চিকিৎসা প্রদান করা হয় না।
তাই ডেন্টাল চেম্বার পরিচালনায় লাইসেন্সের বিষয়টি এখন পর্যন্ত নির্দেশনার বাইরে। তিনি আরো জানান, এরপরও বিভিন্ন জেলার সিভিল সার্জন ডেন্টাল চেম্বারকে লাইসেন্স নেয়ার নোটিশ দিয়ে হয়রানি করছেন। বিএসসি-ডেন্টাল ডিগ্রীধারীদের প্রতিনিধিত্বকারী জাতীয় সংগঠন ডেন্টিস্টস সোসাইটি অব বাংলাদেশ-ডিএসবি এর প্রতিবাদ জানিয়েছে। যেহেতু দেশের প্রচলিত আইন অনুযায়ী চেম্বারসমূহ ক্লিনিক হিসেবে লাইসেন্স করার কোন সুযোগ নেয়, সেহেতু এই হয়রানি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রাজশাহী বার্তা/admin