ভোলাহাট নারী উন্নয়ন ফোরামের বেলুন উড়িয়ে ধর্ষণের প্রতিবাদ
সময়: 6:42 pm - October 22, 2020 | | পঠিত হয়েছে: 116 বার
কেন্দ্রীয় কর্মসুচীর আলোকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা নারী উন্নয়ন ফোরাম ‘নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে বেলুন উড্ডয়ন করে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় এ কর্মসুচী পালন করা হয়।
ভোলাহাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি শাহনাজ খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদী বেলুন উড্ডয়ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, ভোলাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুব আলম, ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ, সাজেদা খাতুন, ববিতা বেগমসহ বিভিন্ন সেচ্ছাসেবী নারী সংগঠনের নেত্রীবৃন্দ।
ভোলাহাট উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি শাহনাজ খাতুন জানান, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক, স্ব স্ব বিট পুলিশিং ও নারী উন্নয়ন ফোরামের যৌথ উদ্যোগে ‘নির্দিষ্ট নির্দেশনা-নারী সচেতনতা’ সৃষ্টির লক্ষে এ বেলুন উড়ানো কর্মসুচী পালন করা হয়। তিনি আরও জানান, ‘ নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী আন্দোলন’ সামাজিক রুপদানের প্রয়াসে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রস্তাবনা বাস্তবায়নে এ কর্মসুচী পালন করা হয়।
কর্মসূচি শেষে নারী উন্নয়ন কর্তৃক সুপারিশকৃত হত- দরিদ্র নারীদের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান।
রাজশাহী বার্তা/admin