৬ বছর পর কাল শিবগঞ্জে আওয়ামী লীগের সম্মেলন, সংঘর্ষের আশংকা

সময়: 12:24 am - February 21, 2020 | | পঠিত হয়েছে: 648 বার

রাত পোহালেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। ৬ বছর পর অনুষ্ঠিতব্য সম্মেলনকে ঘিরে একদিকে যেমন আনন্দ উল্লাস রয়েছে, অপরদিকে রয়েছে কোন্দল নিয়ে সংঘর্ষের আশঙ্কাও।

আর সংঘর্ষের আশংকায় সম্মেলন স্থান শিবগঞ্জ উপজেলা সদরে না করে পার্শ্ববর্তী নয়লাভাঙ্গা ইউনিয়নের রানীহাটিতে করা হয়েছে। আর এই সম্মেলনকে কেন্দ্র করে অনাকাংখিত পরিস্থিতি মোকাবেলায় শিবগঞ্জ থানা পুলিশ বিভিন্ন স্তরে নিরাপত্তা জোরদার করেছে।

জানা গেছে, ৬ বছর আগে সম্মেলনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবার পর পূর্ণাঙ্গ কমিটি করতে ব্যর্থ হয় আওয়ামী লীগ। আর এ ব্যর্থতা নিয়েই অবশেষে কেন্দ্রের নির্দেশে কোন্দলে জর্জরিত শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল রবিবার।

এদিকে সম্মেলনকে ঘিরে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা উজ্জীবিত হলেও কোন্দলের কারণে সংঘর্ষের আশঙ্কা করছেন অনেকেই।  এরই মধ্যে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের স্থানকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বির্তকের। একটি পক্ষ এ সম্মেলন বানচালের পাঁয়তারা করছে বলেও আওয়ামী লীগের একটি অংশ সংশয় প্রকাশ করেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে বিতর্ক।

জেলার ৩ টি সংসদীয় আসনের একটি চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ)। এ শিবগঞ্জ উপজেলায় ১৫টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত যেখানে গত সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের জয় হয়।

এ ব্যাপারে স্থানীয় সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, শিবগঞ্জ ষ্টেডিয়ামের সামনের কলেজে পরীক্ষার জন্য সেখানে সম্মেলন আয়োজন করা সম্ভব হচ্ছে না। দলের সকলের মতামতের ভিত্তিতেই রাণীহাটিতে সম্মেলন স্থান নির্ধারণ করা হয়েছে। উপজেলার সর্বস্তরের নেতাকর্মীকে নিয়ে দলীয় কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।

এদিকে, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, ২৩ তারিখের কাউন্সিল সুষ্ঠুভাবে করার জন্য থানা ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নির্দেশনা দেয়া হয়েছিলো। এছাড়াও গুরুত্বপূর্ণ ১০ জনকে কাউন্সিলর করার জন্য বলা হয়েছে। আর সেখানে ত্যাগী প্রবীণ নেতারা স্থান পাবেন। আর এ বিষয়টি দেখবেন স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান, থানা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

সম্মেলনের নিরাপত্তার বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শামসুল আলম শাহ জানান, আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর