চাঁপাইনবাবগঞ্জে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় পালিত হচ্ছে ‘শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস’

সময়: 9:43 am - February 21, 2020 | | পঠিত হয়েছে: 130 বার

চাঁপাইনবাবগঞ্জে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় মহান একুশে ফেব্রুয়ারি ‘শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস’ পালিত হচ্ছে। ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরেই মানুষের ঢল নামে নবাবগঞ্জ সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুলে ফুলে ভরে উঠে বাঙালির শোক আর অহংকারের এই মিনার।

 

 

রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মিনারে পুস্পস্তাবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অমর একুশের কালজয়ী কালজয়ী গান-‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি বাজানো হয় ও কবিতা আবৃত্তি করা হয়।

 

পুস্পস্তাবক অর্পনে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধাগন, জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক, পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব, জেলা পরিষদের চেয়ারম্যান মইনুদ্দিন মন্ডল, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাও, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মাশরুবা ফেরদৌস,নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুণ্ডু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুনজুরুল হুদা, বাংলা বিভাগের বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল িইসলাম তরু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফজল ই খুদা, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন খাতুনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন। এছাড়াও সকালে সরকারি- বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পুস্পস্তাবক অর্পণ করবেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর