সোনামসজিদ স্থলবন্দরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন

সময়: 5:46 pm - November 26, 2020 | | পঠিত হয়েছে: 176 বার

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন করছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) কেএম তারিকুল ইসলাম। বৃহস্পতিবার সকাল ১০টায় সোনামসজিদ স্থলবন্দরের উন্নয়ন ও অপারেশনাল কার্যক্রম পরিদর্শন করেন।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) কেএম  তারিকুল ইসলাম স্থলবন্দরের পানামা ইয়াডের ভেতরে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিদর্শন করেন। পরে পানামার নিজস্ব কক্ষে বন্দর ব্যবহারকারী ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মো. জাকিরুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সহকারী কমিশনার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট মোমিনুল ইসলাম, পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান খান, সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক তোফিকুর রহমান বাবু, সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল আওয়াল।

এ ছাড়া ছিলেন চেয়ারম্যানের একান্ত সচিব কবির খান। সোনামসজিদ স্থলবন্দরের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক তোফিকুর রহমান বাবু, সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল আওয়াল।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর