চাঁপাইনবাবগঞ্জে জব্দকৃত বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জজশীপ ও জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেসীতে বিচারাধীন ও নিষ্পত্তিকৃত বিভিন্ন মামলায় জব্দকৃত ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য আদালতের নির্দেশে ও কোর্ট পুলিশের উদ্যোগে রোড রোলার দিয়ে পিষে ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
কোর্ট পুলিশ পরিদর্শক মো.শহিদুল্লাহ জানান, ধ্বংসকৃত আলামতের মধ্যে রয়েছে ৮ হাজার ১৬৪ বোতল ফেনসিডিল, ৮ কেজি ৮২৭ গ্রাম হেরোইন, ৩৫হাজার ৪৯৫ পিস ইয়াবা, ১৭৫ কেজি ৯০৮ গ্রাম গাঁজা, ৬৮৩.৩৫ লিটার চোলাই মদ, ৮৮৩বোতল ও ৬৮ লিটার বাংলা (দেশী) মদ, ৫বোতল বিদেশী মদ, ১৩৭.৫ লিটার মদ তৈরির উপকরণ, ৬২কেজি ভারতীয় বিড়ির মসলা,৩৭ কেজি বিড়ির পলিপ্যাক ও ২৩৮ লিটার আমগাছে প্রয়োগ নিষিদ্ধ হরমোন ‘কালটার’।
পরিদর্শক শহিদুল্লাহ আরও জানান, জেলার ৫ থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্ন সময় বিভিন্ন মামলায় মাদকসহ এসব মালামাল জব্দ করে। বিচারধীন মামলার নমূণা আলামত রাখা হয়েছে। তিনি জানান, ধ্বংসকৃত মাদকদ্রব্যের মুল্য আনুমানিক ৫০ কোটি টাকা।
আলামত ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ মোহা.আদীব আলী। আরও উপস্থিত ছিলেন, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কুমার শিপন মোদক, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নুরুজ্জামান সরকার, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ মাহবুব আলম খান, ফজল-ই-খুদাসহ অনান্য বিচারকগণ ও পুলিশ কর্মকর্তারা।
মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রম তদারকি করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট মো. হুমায়ুন কবীর ও জুডিশিয়াল ম্যাজিষ্টেট মো. আবু কাহার।
রাজশাহী বার্তা/বার্তা সম্পাদক