চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব জোটের মানববন্ধন

সময়: 12:35 pm - December 8, 2020 | | পঠিত হয়েছে: 89 বার
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব জোটের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধিঃ
ধর্মান্ধ রাজনৈতিক শক্তি ও রাজনৈতিক মোল্লাদের বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণ করার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)’র অঙ্গ সংগঠন জাতীয় যুবজোট, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে শহরের আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

যুব জোটের জেলা সভাপতি মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্রলীগ (জাসদ) জেলা সভাপতি আব্দুল মজিদ, জেলা যুব জোটের সহ-সভাপতি মোঃ শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আখতারুল, ছাত্রলীগ (জাসদ) নবাবগঞ্জ সরকারি কলেজের সাধারণ সম্পাদক আসিফ ইয়াসিরসহ অন্যরা। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সদর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহনেওয়াজ দুলাল।

বক্তারা, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণ করার হুমকিদাতা, নারী বিদ্বেষী, মুক্তিযুদ্ধ ও সংবিধান বিরোধী ধর্মান্ধ মোল্লাদের দমন করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। সেই সাথে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার দুঃসাহস যারা দেখিয়েছে, তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান বক্তারা। বক্তারা আরও বলেন, সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির বিরুদ্ধে এখনই রুখে না দাঁড়ালে ওরা এ দেশকে পাকিস্তান, আফগানিস্তান বানিয়ে ফেলবে। তাই তাদের রাজনৈতিক শক্তি দিয়ে মোকাবিলা করা হবে, বলেন বক্তারা।

রাজশাহী বার্তা/বার্তা সম্পাদক

এই বিভাগের আরও খবর