চাঁপাইনবাবগঞ্জে জেলা কৃষকলীগের আনন্দ মিছিল ও পথসভা

সময়: 6:37 pm - December 10, 2020 | | পঠিত হয়েছে: 225 বার
চাঁপাইনবাবগঞ্জে জেলা কৃষকলীগের আনন্দ মিছিল ও পথসভা

নিজস্ব প্রতিনিধিঃ
পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসিয়ে সেতু দৃশ্যমান হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকলীগ। বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামীলীগের কার্যালয় হতে শুরু হয়ে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে আনন্দ মিছিলটি শেষ হয়, তারপর পথসভা করে।

জেলা কৃষকলীগের সভাপতি অ্যাড. আব্দুস সামাদ বকুলের সভাপতিত্বে আনন্দ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোহাঃ আব্দুল ওদুদ, জেলা কৃষকলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, জেলা আওয়ামীলীগের সদ্য ঘোষিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল আব্দুল নাসের পলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লা বিশ্বাস বাবু, জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল, সদর উপজেলা যুবলীগের সভাপতি আসাফুদ্দোলাসহ আওয়ামীলীগ, যুবলীগ ও কৃষকলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

পথসভা সঞ্চালনায় ছিলেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান টিটো।

উল্লেখ্য, সর্বশেষ স্প্যান (৪১তম) বৃহস্পতিবার দুপুর ১২টা ২ মিনিটে বসিয়ে জুড়ে দেওয়া হলো পদ্মার দুই পাড়। এর মধ্যদিয়ে শেষ হলো দক্ষিণ এশিয়ার সবচেয়ে দীর্ঘ সেতুর গুরুত্বপূর্ণ কাজ। রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি যুক্ত হলো দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৯টি জেলা। এখন সড়ক ও রেলের স্প্যান বসানো সম্পন্ন হলে চলাচল শুরু হবে গাড়ি ও রেল। ধারণা করা হচ্ছে আগামী বছরের ডিসেম্বরে স্বপ্নের এ সেতু চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ বহুমুখী এ সেতু হবে দোতলা। পদ্মাসেতুর মূল কাঠামো স্টিলের, যা স্প্যান নামে পরিচিত ।

রাজশাহী বার্তা/বার্তা সম্পাদক

এই বিভাগের আরও খবর