চাঁপাইনবাবগঞ্জের বিভিষণ সীমান্তে ৬ বাংলাদেশি আটক

সময়: 5:56 pm - December 11, 2020 | | পঠিত হয়েছে: 298 বার

ভারতের কারাগারে সাজাভোগ শেষে বাংলাদেশে প্রবেশের সময় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিষণ সীমান্তে নারী-পুরুষসহ ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। 

আটককৃতরা হচ্ছে, মাদারীপুর জেলার রাজৈর থানার মাঝকান্দি গ্রামের মৃত আব্দুল খালেক শরীফের ছেলে মহিউদ্দিন শরীফ (৪০), খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার দক্ষিণ রায়ের মহল এলাকার দেলোয়ার মুন্সীর ছেলে রাকীব মুন্সী (৩০), শরীয়তপুর জেলার দামুরড্যা উপজেলার সদরকাঠি গ্রামের মোঃ ইদ্রিস মাতব্বরের ছেলে হানিফ মাতব্বর (২৫), নড়াইল জেলার নড়াইল সদর উপজেলার কদমতলী চাচরা গ্রামের মোঃ আবু তালেব শেখের মেয়ে পান্না শেখ (৪৫), খুলনা জেলার দৌলতপুর ইশিপাড়া গ্রামের মোঃ আফজাল সরদারের মেয়ে মোসাঃ ফারজানা আক্তার (২০) ও যশোর জেলার শার্শা উপজেলার মাটি পুকুরিয়া মৃত মোস্তফা সরদারের মেয়ে মোসাঃ তানজিলা খাতুন ওরফে প্রিয়া (২১)।

বৃহস্পতিবার সকালে বিভিষণ সীমান্ত এলাকায় ১৬ বিজিবি’র সদস্যরা তাদের আটক করে এবং রাতে তাদের গোমস্তাপুর থানায় সোপর্দসহ পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ব্যতীত ভারতে প্রবেশ করার দায়ে মামলা দায়ের করা হয়।

এব্যাপারে ১৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম জানান, আটককৃতরা কোন এক সময় ভারতে অবৈধভাবে প্রবেশের অপরাধে ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার কারাগারে আটক ছিল। সাজাশেষে ভারতের মালদা জেলার শিংরাবাদ বিএসএফ সদস্যরা গত বৃহস্পতিবার সকালে তাদেরকে বাংলাদেশ সীমান্ত এলাকায় ছেড়ে দিলে তারা বিভিষণ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় তাদের বিজিবি সদস্যরা আটক করে এবং রাত সাড়ে ৯টায় গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়।

এদিকে গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, আটককৃতদের আজ শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর