চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

সময়: 7:37 pm - January 16, 2021 | | পঠিত হয়েছে: 168 বার

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে অংশীজনের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের অফিস চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তার। 

জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির উজ-জামান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন প্রমূখ।

এসময় শিক্ষক, অভিভাবক, ইমামসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বাল্যবিয়েকে না বলো বিষয়ে প্লাকার্ড প্রদর্শন করেন উপস্থিত অতিথিবৃন্দ। পরে চাঁপাইনবাবগঞ্জ পর্যটন গাইডের মোড়ক উন্মোচন করা হয়।

এর আগে একই স্থানে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তার।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর