চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় সংঘর্ষ: আহত ৫

সময়: 7:04 pm - February 6, 2021 | | পঠিত হয়েছে: 242 বার

চাঁপাইনবাবগঞ্জে জেলা ট্রাক, ট্যাংলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ ফেব্রুয়ারী) জেলা কেন্দ্রীয় বাস টার্মিনালে এ সাধারন সভা হয়।সভার শেষ দিকে বেলা ৩টার দিকে আয়-ব্যয়ের হিসাব নিয়ে ২ পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে ৫ জন আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায় সাধারন সভার শেষ দিকে সভায় আয়-ব্যয়ের হিসেব নিয়ে সাবেক সাধারন সম্পাদক খালেক ও বর্তমান সাধারন সম্পাদক আনার সমর্থকদের মধ্যে দফায় দফায় হট্টগোলের সৃষ্টি হলে ২ পক্ষের হামলা পাল্টা হামলায় শফিকুল ইসলাম ও জেনারুল ইসলাম সহ ৫ শ্রমিক আহত হয়।এদেও মধ্যে জেনারুলের মাথা ফেটে গেলে সদও আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।পরে শ্রমিক নেতাদের হস্তক্ষেপে তা নিরসন হয়।

এর আগে জেলা ট্রাক, ট্যাংলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা সাধারন সম্পাদক আনারুল ইসলাম আনার, সাবেক সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক মোঃ আব্দুল খালেক সহ বর্তমান ও সাবেক কমিটির সদস্যগণ। পরে গত বছরের কার্যবিবরণী ও বর্তমান কমিটির আয়-ব্যয়ের হিসাব পড়ে শুনানো হয়। মোট আয় হয়েছে ৩ কোটি ৩৭ হাজার ৬১৪ টাকা এবং ব্যয় হয়েছে ২ কোটি ৭৬ লক্ষ ৭৮৬ টাকা জানিয়ে কমিটির কোষাধ্যক্ষ মশিউর রহমান বর্তমান মেয়াদে করোনাকালীন ১০ মাসে কোন আয় হয়নি বলার কিছুক্ষণ পর ২ পক্ষ সংঘর্ষে জড়ায়।
প্রসঙ্গত: আগামী ২৭ ফেব্রুয়ারি এ সংগঠনটির নির্বাচন

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর