ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সময়: 12:22 pm - February 9, 2021 | | পঠিত হয়েছে: 141 বার

চাঁপাইনবাবগঞ্জে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপনের সকল প্রস্তুতি ও সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত সকল প্রতিষ্ঠানকে দিবসটি পালনে করনীয় বিষয়ক সভাটি অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাকিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমীন, সাধারণ সম্পাদক সাবেক এমপি মোঃ আব্দুল ওদুদ, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সামাদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ শফিকুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনামুল হক। সভায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি সকলের সহযোগিতায় আয়োজনে করতে চাই। এ দিবসটি জাতির জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই দিনটিকে করোনাকালিন সময়ে স্বাস্থ্যবিধি মেনে যথাযথ মর্যাদায় পালন করা হবে।

দিবসটি উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বই মেলার আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া ২১ ফেব্রুয়ারী শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে প্রতিটি মসজিদে দোয়া এবং গীর্জায় প্রার্থনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে, ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ তাঁর বক্তব্যে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ তাৎপর্য বহণ করে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে স্ব স্ব দায়িত্ব পালনের পাশাপাশি সার্বিক সহযোগিতা প্রদানের জন্য সভায় অংশগ্রহণকারী সকলের প্রতি আহবান জানান।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর