একুশের পথ বেয়েই আমাদের সব অর্জন: ডা. শিমুল এমপি
আতিক ইসলাম সিকো, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও নৌ-পরিবহণ মন্ত্রণালঙ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেছেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পথ বেয়েই আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে। বাঙালির মুক্তির সংগ্রামের ইতিহাসে একুশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একুশের পথ বেয়েই আমাদের রক্তস্নাত স্বাধীনতা থেকে শুরু করে সব অর্জন।
সোমবার বিকেলে গোঁসাইবাড়ি দাখিল মাদ্রাসার ভৌত অবকাঠামো উন্নয়নের লক্ষে অভিভাবক সমাবেশ ও মহান বিজয় দিবসের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মাতৃভাষার জন্য পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে সংগ্রামের সূচনা হয়েছিল, তার মধ্য দিয়েই রচিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার পথ। ১৯৭১ সালের ২১ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর দেওয়া ভাষণের বরাত দিয়ে ডা. শিমুল এমপি বলেন, ভাষা আন্দোলন কেবল মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য নয়, বাঙালি জাতির রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক অধিকার অর্জনের আন্দোলনও ছিল। ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও মাদ্রাসা পরিচালনা কমটির সভাপতি আলহাজ্ব আবদুল কাদের মন্ডলের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা অাওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান এডু। বিশেষ বক্তা ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট আবদুল মতিন ও সাবেক ছাত্রনেতা কামরুল আহসাস আপেলসহ অন্যরা। শেষে প্রতিযোগিতায় বিজয়ী ৬৮ জন ছাত্র-ছাত্রীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
রাজশাহী বার্তা/admin