রানীহাটিতে মোটরসাইকেল ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ট্রাক চালকসহ আটক ২

সময়: 4:00 pm - February 23, 2021 | | পঠিত হয়েছে: 741 বার

রানীহাটিতে মোটরসাইকেল ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহতের ঘটনায় ট্রাক চালক ও সহযোগী আটক। ট্রাকে জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রাণীহাটি আশরাফ চেয়ারম্যানের বাড়ির সামনের সড়কে ট্রাক -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে।

২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনাটি ঘটে।এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় পুলিশ ট্রাক চালক ও এর সহকারীকে আটক করেছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করেছে।

নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালুপুর গ্রামের রাশেদ আলীর ছেলে রহিম আলী (২৩ ) এবং একই এলাকার মো. বাবুর ছেলে আব্দুল হামিদ (২৪)।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে সোনামসজিদগামী একটি খালি ট্রাক সোনামসজিদ অভিমুখে যাবার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ২ মোটরসাইকেল আরোহী রহিম ও হামিদ ঘটনাস্থলেই মারা যায়।

এ সময় ঘাতক ট্রাকের ডান পাশের অংশে প্রচন্ড ধাক্কায় মোটরসাইকেল টি দুমড়ে মুচড়ে যায়। তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ ট্রাক চালক ডালিম ও এর সহকারী কাশেম কে আটক করেছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও ওসি জানান।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর