শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও শিবগঞ্জের কৃতিসন্তান বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মিজানুর রহমান গত সোমবার রাত ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন। মঙ্গলবার বিকাল ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গ্রামের বাড়ি শ্যামপুর মিঞাপাড়ায় সরকারি মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এর আগে ১০ ফেব্রুয়ারী তার শারীরিক অবস্থার অবনতি হলে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি রাজশাহী, সিলেট ও সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ, চক্ষু বিশেষজ্ঞ ও সর্বশেষ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন।
অপরদিকে মোবারকপুর ইউনিয়নের খড়কপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা বেলাদুল ইসলাম ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন। মঙ্গলবার ভোর ৫টার দিকে নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। বিকাল ৫টার দিকে মরহুমের নামাযে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যদায় পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন সম্পন্ন হয়। জানাযায় চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা, উপজেলার নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি, শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বজলার রশিদ সনুসহ উপজেলা স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন।
রাজশাহী বার্তা/admin