শিবগঞ্জে সপ্তাহে ৪দিন লোডশেডিংয়ে ভোগান্তি চরমে

সময়: 5:45 pm - March 6, 2021 | | পঠিত হয়েছে: 301 বার

চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ নেসকোর ৩৩ কেভি লাইনের সংস্কারের নামে গেল ৬ জানুয়ারী থেকে সপ্তাহে চারদিন লোডশেডিং চলছে শিবগঞ্জ পৌর এলাকায়। ফলে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত লোডশেডিং থাকায় ভোগান্তিতে পড়েছে সরকারি অফিসসহ সাধারণ গ্রাহকেরা। স্থানীয় গ্রাহকেরা অভিযোগ করে বলেন- লোডশেডিং বিষয়ে দুই মাস সময় নিলেও নেসকো সময়মত কাজ না করায় দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এছাড়া পৌর এলাকার সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বীমাসহ বেসরকারি ক্লিনিকগুলো এক্সে করতে পারছেনা। অন্যদিকে কোভিড-১৯ টিকা প্রয়োগের ক্ষেত্রে নিবন্ধনে বিঘœ সৃষ্টি হচ্ছে। তবে সংশ্লিষ্ট ঠিকাদার বলছেন- আগামী ১৫ দিনের মধ্যে কাজ সম্পন্ন হতে পারে। এদিকে পৌর এলাকার এক গৃহিনী জানান, বিদ্যুৎ না থাকার কারণে রান্না-বান্না থেকে শুরু করে বিদ্যুতের যাবতীয় কাজে ভোগান্তি সৃষ্টি হয়েছে। এমনকি ছোট ছোট ছেলে-মেয়েদের নিয়ে কষ্টে দিন পার করছেন। প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। অপরদিকে বিভিন্ন রোগী নিয়ে বিপাকে পড়েছেন জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসকসহ সংশ্লিষ্টরা। এমনটি জানালেন এই মেডিকেল অফিসার। তবে একদিন বিদ্যুৎ ও জেনারেটরের ত্রুটি থাকায় কোভিড-১৯ এর টিকার নিবন্ধনকারীরা চরম ভোগান্তিতে পড়েছিল জানালেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান মেবিন। এ বিষয়ে শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলী আজমল হক জানান, সদর উপজেলার খালঘাট হতে শিবগঞ্জ একাডেমি মোড় পর্যন্ত ৩৩ কেভি বিদ্যুৎ আর এয়ার সংযোজন কাজ করায় প্রতি শুক্রবার সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত ও বাকি তিনদিন সকাল ৯টা হতে বিকাল ৩টা পর্যন্ত লোডশেডিংয়ের বিষয়ে ইতোপূর্বে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে মাইকিং করে জনসাধারণদের অবহিত করা হয়েছে। তবে আগামী কয়েকদিনের মধ্যে কাজ সম্পন্ন হলে সাধারণ মানুষদের ভোগান্তি দূর হবে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর