চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নে পরিচালিত সেবা কার্যক্রমের সমাপনী কর্মশালা

সময়: 11:09 am - March 25, 2021 | | পঠিত হয়েছে: 113 বার

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় নি¤œ আয়ের মানুষদের স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নে

পরিচালিত সেবা কার্যক্রমের প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টায় পৌরসভার মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার

সার্বিক সহযোগীতায় ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এই সমাপনি কর্মশালার

বাস্তবায়ন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার-রিক।

এনহ্যান্সিং হেলথ এন্ড নিউট্রিশন সার্ভিসেস ফর দি আরবান পোর পিপল অব

সিলেকটেড মিউনিসিপালটিজ অব বাংলাদেশ-ইএইচএনএসএমপি প্রকল্পের আওতায়

অনুষ্ঠিত সমাপনি কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মো.

সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য

রাখেন, পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত

থেকে বক্তব্য রাখেন, রিক’র ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রোগ্রাম)

দীনবন্ধু  দত্ত।

বক্তারা বলেন, রিক এর মাধ্যমে পৌর এলাকার অসহায় দু:স্থ্য পরিবার সমূহকে

একটি করে স্বাস্থ্য কার্ড প্রদাণ করা হবে। আর রিক কর্তৃক প্রদত্ত সে

কার্ডের মাধ্যমে রিক চিহ্নিত নির্দিষ্ট ক্লিনিকের মাধ্যমে সম্পূর্ণরূপে

বিনামূল্যে  চিকিৎসা সেবা প্রদাণ করা হবে।

অনুষ্ঠানে রিক’র চাঁপাইনবাবগঞ্জ প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. শফিউল আলমের

সঞ্চালনায় অন্যান্যের মধ্যে রিক’র প্রধান কার্যালয় ট্রেণিং কো-অর্ডিনেটর

মো. মকিম উদ্দিন মন্ডল, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেডিকেল অফিসার ডা. ওলিউল

ইসলাম, রিক’র এরিয়া ম্যানেজার মুকুল সরকার, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার

সচিবসহ পৌর কাউন্সিলর ও রিক’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর