শিবগঞ্জের ধাইনগরে কোভিড-১৯ টিকা কর্মসূচির উদ্বোধন

সময়: 11:11 am - March 25, 2021 | | পঠিত হয়েছে: 124 বার

‘‘মাস্ক পরুন, সেবা নিন’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ টিকা প্রয়োগ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে ধাইনগর ইউনিয়ন উপ-স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে কোভিড-১৯ টিকা প্রয়োগের কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তিনি বলেন, এই টিকা সম্পূর্ণ নিরাপদ এবং কোন ধরণের পার্শ প্রতিক্রিয়া নেই। তিনি জানান, টিকার ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে অনেক সচেতনতা এসেছে। প্রতিদিন অন্তত দুই লাখ মানুষ টিকা গ্রহণ করছেন। এই টিকার মাধ্যমেই বাংলাদেশ করোনমুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়াসহ অন্যরা।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর