শাল্লায় সনাতন ধর্মাবলম্বিদের উপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত

সময়: 6:26 pm - March 25, 2021 | | পঠিত হয়েছে: 217 বার

ধর্ম যার যার, রাষ্ট্র সবার” শ্লোগাণে সুনামগঞ্জের শাল্লা উপজেলার

নোয়াগাঁও গ্রামে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কর্তৃক সনাতন ধর্মাবলম্বীদের

মন্দির, বাড়িতে হামলা, লুটপাট ও ভাংচুরের প্রতিবাদে এবং দোষীদের বিচারের

দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসুচি পালিত হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে। বৃহস্পতিবার সকাল ১০টায় নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে

অবস্থিত বঙ্গবন্ধু মঞ্চের পাদদেশে যৌথভাবে এ সকল কর্মসূচীর আয়োজন করে

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা, সদর উপজেলা শাখা ও

পৌর শাখা।

এ সময় ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ

চাঁপাইনববগঞ্জ জেলা শাখার আহŸায়ক ডাবলু কুমার ঘোষের সভাপতিত্বে

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক কনক

রঞ্জন দাস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক

দিলিপ কুমার রায়, স্বপন কুমার ঘোষ, ধনঞ্জয় চ্যাটার্জি প্রমুখ।

মানববন্ধনে বক্তারা শাল্লার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের বিচারের

আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান এবং সারাদেশে সংখ্যালঘুদের উপর সব

ধরনের নির্যাতন বন্ধে নতুন করে আইন তৈরির জন্য সরকারের প্রতি আহŸান

জানান।

মানববন্ধন ও সমাবেশে সনাতন ধর্মাবলম্বীদের শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর