চাঁপাইনবাবগঞ্জে ভাতিজাদের হাতে চাচা খুন

সময়: 7:26 pm - March 30, 2021 | | পঠিত হয়েছে: 465 বার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ‘জমি নিয়ে বিরোধের জেরে’ ভাতিজাদের হাতে চাচা নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দেবিনগর ইউনিয়নের নামোহড়মা গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৫০)। তিনি ওই এলাকার মৃত নৈমুদ্দিন মন্ডলের ছেলে। নিহতের পরিবারের অভিযোগ, জমিজমা নিয়ে বিরোধের জেরে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিহত রফিকুল ইসলামের ছেলে তুহিন বলেন, দীর্ঘদিন ধরে তার চাচা রাহোকুল ইসলামের সঙ্গে তার বাবার জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় তার বাবা বাড়ী থেকে পাশের হড়মাঘাট বাজারের দিকে যাচ্ছিল। এ সময় পূর্বপরিকল্পিতভাবে তার চাচাতো ভাই জিয়াউর, ওয়াহেদুল, মাজহারুল, মিঠুন, তোফাজ্জল ও মহিদুল পথ রোধ করে তার বাবাকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থা গুরুত্বর হওয়ায় হাসপাতালের চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। মঙ্গলবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। বিকেলে সেখানেই মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ প্রসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর