চাঁপাইনবাবগঞ্জে নির্দেশনা অমান্য করায় ৬ ব্যবসায়ীকে জরিমানা

সময়: 3:02 pm - April 7, 2021 | | পঠিত হয়েছে: 490 বার

করোনা ভাইরাস সংক্রমনরোধে প্রনীত সরকারি নির্দেশনা অমান্য করায় চাঁপাইনবাবগঞ্জে ৬ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার সকাল ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত শহরের বিভিন্ন মোড়ে এ অভিযান পরিচালনা করে জরিমানা আদায় ও জনগণকে সচেতন হতে উদ্বুদ্ধ করেন।

 

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশনা জাহান জানান, জেলা শহরের নিউ মার্কেট, সেন্টু মার্কেট, সাটু হল মার্কেট, ক্লাব সুপার মার্কেট, পুরাতন বাজার, শিবতলা, বারঘরিয়াসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। এসময়, সরকারি নির্দেশনা অমান্য করায় ৬ ব্যবসায়ীকে ৪ হাজার ৭০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় করোনা ভাইরাস সংক্রমনরোধে সরকারি নির্দেশনা মেনে চলতে সবাইকে আহবান জানানো হয়। তিনি জানান, জনগণকে সচেতন করতে এ অভিযান অব্যাহত থাকবে।

 

এসময় সহকারী কমিশনার শাহনাজ পারভীনসহ র্যা ব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর