শিবগঞ্জে তুচ্ছ ঘটনায় গৃহবধুকে পিটিয়ে জখম

সময়: 5:53 pm - April 22, 2021 | | পঠিত হয়েছে: 617 বার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমিজমা সংক্রান্তের জের ধরে দুই শিশুর মধ্যে মারামারির তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক গৃহবধুকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এ নিয়ে থানায় অভিযোগ দিলেও ১২দিন অতিবাহিত হলেও কোন প্রতিকার পাননি বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন আহত ওই গৃহবধু। তবে তদন্তকারী কর্মকর্তা এস আই আতাউর রহমানের দাবি- স্থানীয়ভাবে সমাধানের জন্য ইউপি সদস্য শিহাব উদ্দিন দায়িত্ব নেয়ায় অভিযোগটি মামলা হিসাবে গ্রহণ করা হয়নি। এর আগে ১৩ এপ্রিল উপজেলার ধাইনগর ইউনিয়নের রানীনগর তেরীচকপাড়া  গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ সুত্রে জানা গেছে- গেল ১৩ এপ্রিল সকালে নুরনাহার বেগমের ৮ বছরের নাতনী তাসমিয়া খাতুনের সাথে প্রতিপক্ষের টকি বেগমের মেয়ে মারপিট করলে তোফিকুল ইসলামের স্ত্রী কাহাবানী পাল্টা তাসমিয়াকেকে হুমকী ধামকী দেখায়। প্রতিবাদ করলে ফড়িং আলীর ছেলে তোফিকুল  ইসলাম (৬০), স্ত্রী কাহাবাণী বেগম (৫৫), তার ছেলে শামীম আলী বাবু, মোমিন আলির স্ত্রী টকি বেগম (৪০) ও শামীম আলির স্ত্রী রিংকি বেগম (২৫) সহ আরো কয়েকজন দেশীয় লাঠি-লোহার রড ও কাঠের বাটাম দিয়ে এলোপাথাড়িভাবে নুরনাহার বেগমকে পিটিয়ে জখম করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে সদর আধুনিক হাসপাতালে রেফার্ড করা হয়। ঘটনার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এস আই আতাউর রহমান অভিযোগ পাবার বিষয়টি নিশ্চিত করে জানান, ইউপি সদস্য শিহাব উদ্দিন সমাধানের দায়িত্ব নেয়ার তদন্ত করতে দেরী হচ্ছে। সমাধানে না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে ইউপি সদস্য শিহাব উদ্দিন মারপিটের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বুধবার আপোষ মিমাংসার কথা ছিল। কিন্তু বাদি পক্ষের লোকজন উপস্থিত না হওায় মিমাংসা হয়নি। তবে শীঘ্রই বিষয়টি নিয়ে মিমাংসা করা হবে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর