শিবগঞ্জে বিনামূল্যে সার-বীজ পেল সাড়ে ৩ হাজার কৃষক

সময়: 3:39 pm - April 26, 2021 | | পঠিত হয়েছে: 134 বার

২০২০-২১ অর্থবছরের খরিপ-১/২০২১-২২ মৌসুমে আউশ প্রণোদনার আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাড়ে ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি অফিস হলরুমে কৃষকদের মাঝে এসব সার-বীজ তুলে দেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুনাইন বিন জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তৌহিদুজ্জামান ও আজম আলীসহ সরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। শেষে প্রত্যেক কৃষককে ৪ কেজি আউশ ধান বীজ, ৩০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর