শিবগঞ্জ বাজারে তদারকি কার্যক্রম ও বিশেষ সেবা সপ্তাহের প্রচারণা

সময়: 9:52 pm - April 30, 2021 | | পঠিত হয়েছে: 551 বার
আজ ৩০ এপ্রিল ২০২১ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধাভাজন মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং মান্যবর জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ মহোদয়ের সার্বিক সহযোগিতায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক পবিত্র মাহে রমজানে শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ বাজারে তদারকি কার্যক্রম ও বিশেষ সেবা সপ্তাহের প্রচারণা করা হয়।
করোনাকালীন পরিস্থিতিে ব্যবসায়ীগণকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং একইসঙ্গে করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে ভোক্তা-সাধারণের মধ্যে সরকার নির্ধারিত স্বাস্হ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করার আহ্বান জানানো হয়েছে। যাদের মাস্ক ছিলোনা তাদেরকে মাস্ক বিতরণ করা হয়।
অভিযান পরিচালনার সময় নোংরা পানিতে ও অস্বাস্থ্যকর পরিবেশে মুরগি ড্রেসিং করা এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ৫০০০(পাঁচ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যাচাই করাসহ তরমুজের মূল্য যাচাই করা হয়।
এছাড়া, অভিযান পরিচালনার সময় ৩০ এপ্রিল ২০২১ থেকে ০৬ মে ২০২১ পর্যন্ত চলমান বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে প্রচার সামগ্রী বিতরণ করা হয় এবং ভোক্তাদের মূল্যতালিকা দেখে পণ্য ক্রয় করার পরামর্শ দেয়া হয়। বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে প্রচুর লিফলেট, প্যাম্পলেট বিতরণ করা হয়। বাজারে গুরুত্বপূর্ণ স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণে ক্রেতা ও বিক্রেতার করণীয় সম্বলিত ফেস্টুন টাঙানো হয়।
উক্ত অভিযানের নিরাপত্তা বিধানে সহযোগিতা করেন শিবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম।
রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর