চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
চাঁপাইনবাবগঞ্জের ব্যস্ততম চাঁপাই-রাজশাহী মহাসড়কের শাহীবাগ এলাকায় হোসেন পেট্রোল পাম্পের সামনে ট্রাকের ধাক্কায় একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। পেশায় তিনি একজন এনজিও কর্মী ছিলেন বলে তার পরিচয় পত্র দেখে নিশ্চত হওয়া গেছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় এই ঘটনা ঘটে।
নিহত চালক জেলার শিবগঞ্জ উপজেলার
জগন্নাথপুর গ্রামের কারবালা মোড়ের জোবদুল ইসলামের ছেলে মিলন হোসেন (৩৮)।
এ বিষয়ে নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছেন, মটরসাইকেলটিকে পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে চালক মিলন। এ সময় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন মিলন। পরে স্থানীয়রা দ্রুত তাকে নবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে এনজিও কর্মী মিলনকে।
স্থানীয়দের সহযোগিতায় (যশোর-ট-১১-৩৯৫৫) ট্রাকটি আটকানো সম্ভব হলেও পালিয়ে যায় এর চালক ও সহযোগী।
পরে সদর মডেল থানার এস আই এরশাদ আলী ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসেন।
তবে সাথে থাকা পরিচয় পত্রে মৃত মিলন হোসেন আশ্রয় নামের একটি এনজিওর চুলা সরবরাহের চুক্তি ভিত্তিক কাজ করতেন বলে জানা যায়।
রাজশাহী বার্তা/admin