শিবগঞ্জে আগাম বাজারজাত করায় ২৮ মণ আম ধ্বংস

সময়: 11:41 pm - May 20, 2021 | | পঠিত হয়েছে: 103 বার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগাম বাজারজাত করায় ২৮ মণ আম ধ্বংস করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শিবগঞ্জ থানা চত্বরে জব্দকৃত ২৮ মণ আম ধ্বংস করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিঠুন মৈত্রের উপস্থিতিতে এসব আম ধ্বংস করা হয়। জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় নির্ধারিত সময়ের আগে অপরিপক্ক আমে ফরমালিন মেশানো হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ৪৫ ক্যারেট আম জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আমের মালিক কানসাট কলোনী এলাকার আমিনুল ইসলামের ছেলে শাহিন আলী। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে- ধ্বংসকৃত আমগুলো ট্রাকযোগে ঢাকার উদ্দেশ্যে পাঠানোর প্রস্তুতি চলছিল। মূলত যেসব শ্রেণির অসাধু ব্যাবসায়ী অতিরিক্ত লাভের আশায় অপরিপক্ক আমে ফরমালিন মিশিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে থাকে তাদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি আম ধ্বংসের বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর