শিবগঞ্জে করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে ওসির মাইকিং

সময়: 6:56 pm - June 17, 2021 | | পঠিত হয়েছে: 163 বার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে করোনা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ওসি ফরিদ হোসেন নিজেই মাইক হাতে নিয়ে মাঠে নেমেছেন। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার কানসাট আম বাজার, আব্বাস বাজার ও সোনামসজিদ রোডসহ বিভিন্ন স্থানে গাড়ি নিয়ে করোনা সংক্রমণ রোধে সচেতনার লক্ষ্যে মাইকিং করে স্বাস্থ্য মেনে চলার আহবান জানান। এ সময় তিনি বলেন, জনসচেতনতা তৈরিতে ‘মাস্ক পরার অভ্যাস, কোভিডমুক্ত বাংলাদেশ’ শ্লোগানে উদ্বুদ্ধকরণ করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। জনগণকে উদ্বুদ্ধ করে মাস্ক ব্যবহারে সচেতন করার জন্যই এই কর্মসূচি। আইন প্রয়োগ নয়, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করবো। তিনি আরও বলেন, ‘চলমান কর্মসূচির ধারাবাহিকতায় জনগণ অনেকটাই সচেতন হচ্ছে। তবে যারা এখনও মাস্ক ব্যবহারের উদাসীন, তাদের সচেতন থাকার জন্য বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।’ পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলারও আহ্বান জানান তিনি। এ সময় পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর