চাঁপাইনবাবগঞ্জের পলশা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বিদায় সংবংর্ধা ও স্মরণ সভা
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মো. আবু বকর এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ও সহকারী শিক্ষক মো. আশরাফুল ইসলামের মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় মাঠে সাবেক ছাত্র সংগঠন সাছাস’র আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বালুগ্রাম আদর্শ কলেজের অধ্যক্ষ মোহা. মতিউর রহমান। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ মো. আজিজুর রহমান, বিদায়ী প্রধান শিক্ষক মো. আবু বকর, প্রয়াত সহকারী শিক্ষক মো. আশরাফুল ইসলামের সহধর্মিণী মোসা. রেহেনা ইয়াসমিন, পলশা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোসলেম উদ্দিন, পলশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. জাহাঙ্গীর আলম ও মুনিরা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে দুই শিক্ষককে নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গা ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হযরত আলী মাস্টার, সাবেক ইউপি সদস্য আবুল কাসেম, সাবেক শিক্ষার্থী তুষরাত মাহজাবীন, মিনহাজুল ইসলাম, মনিরুল ইসলাম মনির, মো. জলিল, মেসবাউল হকসহ অন্যান্যরা। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক ও প্রয়াত শিক্ষকের পরিবারকে বিশেষ সম্মাননা স্মারক ও উপহার প্রদান করেন সাবেক শিক্ষার্থীদের সংগঠন সাছাস। এর আগে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, সাছাস’র সদস্য ও অনুষ্ঠান পরিচালনা কমিটির সদস্য সচিব নাসিম মো. তোফায়েল হোসেন। শেষে বিদায়ী ও প্রয়াত শিক্ষক এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান।
রাজশাহী বার্তা/admin