মরদেহবাহী গাড়ির সঙ্গে সংঘর্ষে নিহত ১
নাটোরের সিংড়া উপজেলায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেল ও ইটবাহী ট্রাক্টরের ত্রিমুখী সংর্ঘষে রনি (২৫) নামের মোটরসাইকেলচালক নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছেন।
সোমবার (২২ নভেম্বর) সকালে নাটোর-বগুড়া সড়কের সিংড়া উপজেলার শেরকোল এলাকায় নির্মাণাধীন হাইটেক পার্কের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রনি পৌর এলাকার নিংগইন মহল্লার হেলাল মোল্লার ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজওয়ানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে একটি মরদেহ নিয়ে পাবনার ঈশ্বরদীতে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে সিংড়া উপজেলার শেরকোল এলাকায় নির্মাণাধীন হাইটেক পার্কের কাছে একটি মোটরসাইকেলকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে গেলে মোটরসাইকেল চালক রনি ঘটনাস্থলেই মারা যান।
এ সময় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ইটবাহী ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী আহত হয়। খবর পেয়ে নাটোরের ফায়র সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করেন।
নাটোর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আকতার হামিদ খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় রনি নামে একজনের মৃতদেহ উদ্ধার করেন। ওই সময় অ্যাম্বুলেন্সের আহত ৫ যাত্রীকেও উদ্ধার করে সদর হাসপাতালে নিলে তারা চিকিৎসা নিয়ে চলে যান।
রাজশাহী বার্তা/admin