চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

সময়: 6:38 pm - November 22, 2021 | | পঠিত হয়েছে: 184 বার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হত্যা মামলায় সুফিয়ান (৪০) নামে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) দুুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম এ রায় দেন। আসামির অনুপস্থিতিতে এ রায় প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পারকালুপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

এ ঘটনায় নিহতের স্ত্রী মোসা. সীমা বেগম বাদী হয়ে শিবগঞ্জ থানায় সুফিয়ানকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর বানী ইসরাইল একই সালের ৩০ সেপ্টেম্বর সুফিয়ানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণাদি শেষে সোমবার দুুপুরে আদালতের বিচারক দোষী সাব্যস্ত করে উপরোক্ত রায়ে দণ্ডিত করেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর