শিবগঞ্জে বেগুন গাছের সঙ্গে শত্রুতা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে আবু সাঈদ নামে এক কৃষকের ৬’শ বেগুন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পারদিলালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভূক্তভোগী কৃষক ওই এলাকার সাদিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় কৃষকের প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ নিয়ে মঙ্গলবার শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষক। কৃষক আবু সাঈদ বলেন, গত তিন বছর আগে একই ইউনিয়নের হাজারবিঘী গ্রামের বাবুল আলীর ২২ কাঠা জমি লিজ নিয়েছিলাম। তখন বছরে ২০ হাজার টাকা দেওয়ার কথা ছিল।
কিন্তু দুই বছর পর জমি ফেরত নেওয়ার জন্য চাপ দিতে থাকেন বাবুল আলী। কিন্তু আমি জমি ফেতর দিতে অপারগতা জানায়। এতেই বাঁধে বিপত্তি। এরই বিরোধের জেরে গেল রাতে আমার ৭-৮ কাঠা জমির প্রায় ৬’শ বেগুন গাছ কেটে ফেলেছে তারা।
এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে জমির মালিক বাবুল আলীর অভিযোগ- দুই বছর শেষ হলে আমার জমি ফেরত পাচ্ছি না। যদিও বেগুন গাছ কাটার বিষয়টি অস্বীকার করেন বাবুল আলী।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ এখনো হাতে পাননি। পেলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।
রাজশাহী বার্তা/admin