চালের মূল্যবৃদ্ধি করলে কাউকে ছাড় দেয়া হবেনা -এ কে এম তাজকির উজ জামান
বাজারে চালের মূল্যবৃদ্ধি করলে সে যে ধরনের ব্যবসায়ী হোক না কেন তাকে ছাড় দেয়া হবেনা । আর যারা চালের এবং ধান দাম বৃদ্ধির জন্য গোডাউনে বা বাসায় ধান বা চাল মজুদ করে রাখছে তাদের বিরুদ্ধেও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম তাজকির উজ জামান। শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে রাইস মিল মালিকদের নিয়ে সদর উপজেলা প্রশাসনের জরুরি সভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার মো আলমগীর সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, সদর থানার ওসি (তদন্ত) গোলাম কবির, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, ডিসি ফুড ওবাইদুল ইসলাম। মিল মালিকদের মধ্যে বক্তব্য রাখেন হক অটো রাইস মিলের ম্যানেজিং ডাইরেক্টর মোজাম্মেল হক, নবাব ফুড মিলস্ এর ম্যানেজিং ডাউরেক্টর মোঃ আকবর হোসেন, জোসনারা অটো রাইস মিলের ম্যানেজিং ডাইরেক্টর মোখলেশুর রহমান, বাশরী অটো রাইস মিলের সামিউল হক লিটন, তাহমিদ অটো রাইস মিলের পরিচালক তসিকুল ইসলাম, ভাই ভাই অটো রাইস মিলের পরিচালক মোঃ সাইদুর রহমান, আনোয়ার অটো রাইস মিলের পরিচালক মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
সভায় মিল মালিকরা জানান, তারা কৃষকদের কাছে ধান ক্রয় করতে পারছেনা । কারন কিছু লাইসেন্স বিহীন ব্যবসায়ী কৃষকদের কাছে অগ্রিম ধান ক্রয় করে বাড়ির ঘরে বা গোডাউনে মজুদ রেখেছে। তাই মিলারদের বেশি দামে ধান ক্রয় করতে হচ্ছে। ফলে চালের দাম বৃদ্ধি হচ্ছে। এসব লাইসেন্স বিহীন মজুদদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করলেই চালের দাম বাজারে স্থিতিশীল হবে।
রাজশাহী বার্তা/admin