চাঁপাইনবাবগঞ্জে কোয়ারেন্টাইনে ৭০৮, অনেকেই মানছেন না নির্দেশ

সময়: 8:17 pm - March 23, 2020 | | পঠিত হয়েছে: 396 বার

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৭০৮ জন। যেটা গতকাল ছিলো ৫০৯ জন। কোয়ারেন্টাইনে থাকা সবাই অষ্ট্রেলিয়া, সৌদি আরব, দক্ষিণ করিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, কাতার, মালোয়েশিয়া, সুদান ও ভারত থেকে এসেছে।

জেলা ও পুলিশ প্রশাসনের কঠোর নজরদারির কারণে হোম কোয়ারেন্টাইনে থাকার সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী। চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ খুবই ভাল ও আন্তরিক স্বভাবের তাদের সচেতন করতে সহজ হচ্ছে।

তবে হোম কোয়ারেন্টাইনে থাকা অনেকেই নির্দেশনা না মেনে বাইরে ঘুরে বেড়াচ্ছেন। ঘুরে বেড়ানো বিদেশফেরতরা বলছেন, বিমানবন্দরে তাদের তেমন কোনো নির্দেশনা না দেয়ায় তারা বাড়ির বাইরে যাচ্ছেন। কিন্তু জেলা পুলিশ নিষেধ করায় তারা আর বাইরে যাবেন না বলেও জানান।

অন্যদিকে, এলাকাবাসীকে সচেতন করতে বিদেশফেরত যারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তাদের বাড়ির দেয়ালে লাল কালি দিয়ে হোম কোয়ারেন্টাইন লিখে দিচ্ছেন। যাতে করে অন্যরা সাবধান ও সচেতন হয়।এদিকে, সোমবার থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল হোটেল-রোস্তোরা, চায়ের দোকান, ক্যারামবোর্ড ঘরসহ সকল আড্ডাখানা বন্ধ করে দিয়েছে পুলিশ।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর