চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চাল বিতরণ শুরু
করোনা ভাইরাসকে কেন্দ্র করে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের কাজ বন্ধ থাকায় তাদের পাশে দাঁড়িয়েছে সরকার। প্রধানমন্ত্রীর ঘোষণার পর চাঁপাইনবাবগঞ্জে জিআর (জেনারেল রিলিপ) এর চাল ও টাকা বিতরণ শুরু হয়েছে।
এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় খেটে খাওয়া মানুষের মাঝে চাল বিতরণ শুরু হয়েছে। রোববার সকালে পৌরসভা চত্বরে এ চাল বিতরণের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহি অফিসার মোঃ আলমগীর হোসেন।
এসময় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম প্যানেল মেয়র-২ নুরুল ইসলাম মিনহাজ, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাসুদুল হক নিখিল উপস্থিত ছিলেন ।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন জানান, সরকার সকলের সুরক্ষার কথা বিবেচনা করে কিছু ব্যতিক্রম বাদে বাকি সবকিছু বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এতে করে শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সরকার এটিকেও বিবেচনায় রেখে ত্রাণ সামগ্রির অংশ হিসাবে চাল প্রেরণ করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম বলেন, দেশের এ দুর্যোগ মুহূর্তে সারাদেশে জিআর (জেনারেল রিলিপ) এর চাল ও টাকা বিতরনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান । উদ্বোধনের দিন একটি ওয়ার্ড দিয়ে শুরু করা হয়েছে পর্যায়ক্রমে পৌরসভার ১৫ টি ওয়ার্ডে চাল বিতরণ করা হবে।
রাজশাহী বার্তা/admin