করোনাভাইরাস; সাংবাদিকদের সাথে মতবিনিময় অতিরিক্ত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সময়: 6:46 pm - March 31, 2020 | | পঠিত হয়েছে: 227 বার

চাঁপাইনবাবগঞ্জ জেলার করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসন। ৩১ মার্চ মঙ্গলবার দুপুর ১২ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন অতিরিক্ত জেলা প্রশাসক একেএম তাজকির-উজ-জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকির-উজ-জামান জানান, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। ইটালী, আমেরিকা, স্পেন, ইরানসহ অন্যান্য অনেক দেশ এই করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে।  তারই ধারাবাহিকতায় দেশে করোনা মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা মোকাবিলায় জেলা প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। সন্দেহজনক বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে রাখা, জনসমাগম বন্ধ করতে হাট, বাজার বন্ধ ঘোষণা, কর্মহীন ব্যক্তির পরিবারে খাবার সহায়তা ও নগদ অর্থ প্রদাণসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।

তিনি জানান, মঙ্গলবার (৩১ মার্চ) জেলায় নতুন কোন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়নি। এযাবৎ ৯০৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং ৫৪ জন হোম কোয়ারেন্টাইন হতে মুক্তিলাভ করেছে।

তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জে ৫টি হাসপাতালের তিনশত শয্যার বিপরীতে ৩০ টি শয্যা প্রস্তত রাখা হয়েছে। প্রস্তু আছেন ৭০ জন ডাক্তারসহ ২৫০ জন নার্স। জেলার ৫ টি উপজেলার প্রত্যেকটিতে ২টি গোরস্থানও প্রস্তুত রাখা হয়েছে।

ত্রাণ বিতরণ বিষয়ে তিনি বলেন, এরই মধ্যে ১৩৫ মেট্রিকটন চাল এবং ৫ লক্ষ ৬০ হাজার টাকা উপজেলা প্রশাসনের মাধ্যমে জেলার কর্মহীন পরিবারকে সহায়তা দেয়া হয়েছে।

তিনি করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের নির্দেশনা মেনে চলার আহবান জানান। এবিষয়ে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

রাজশাহী বার্তা/Asfraful Islam

এই বিভাগের আরও খবর