চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে একটি বাড়ি

সময়: 6:56 pm - March 31, 2020 | | পঠিত হয়েছে: 198 বার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে করোনায় আক্রান্ত  সন্দেহে একটি বাড়ি হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এ বিষয়ে নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা জানান, নাচোল পৌর এলাকার শ্রীরামপুর মোহন বাগান মহল্লার শফিকুল ইসলাম কালুর বাড়িটি হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

কালুর ছেলে রুহুল (১৮) গত ১৫ দিন পূর্বে চট্টগ্রামে রাজ মিস্ত্রীর কাজ করে বাড়ি ফেরেন। ওই সময় তার শরীরে জ্বর ছিলো বলে প্রতিবেশীরা উপজেলা প্রশাসনকে অবহিত করেন। এরই প্রেক্ষিতে আজ ৩১ মার্চ মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুলতানা পাপিয়াসহ জনপ্রতিনিধিরা রোগীর বাড়িতে গিয়ে ঔষুধ প্রদান করেন এবং প্রশাসনের পক্ষ থেকে ওই বাড়িটি হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তবে বর্তমানে রুহুল সুস্থ্য রয়েছে বলে মা তহমিনা খাতুন ও বাবা শফিকুল ইসলাম সংবাদকর্মীদের জানিয়েছেন।

রাজশাহী বার্তা/Asfraful Islam

এই বিভাগের আরও খবর