শিবগঞ্জে কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ

সময়: 7:22 pm - April 1, 2020 | | পঠিত হয়েছে: 206 বার

করোনাভাইরাস সংক্রমণ রোধে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ লাঘবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নে কর্মহীন হতদরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে চাল, চিড়া, গুড়, মুড়ি, তেল বিতরণ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল।

বুধবার দুপুরে সংসদ সদস্যের ব্যক্তিগত উদ্যোগে উপজেলার মোবারকপুর-টিকোরীসহ বিভিন্ন এলাকায় শতাধিক কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রি তুলে দেন। পাশাপাশি করোনাভাইরাস সচেতনতায় জনসাধারণের মাক্স বিতরণ করেন তিনি। এ সময় দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর লালান, মোবারকপুর আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন, রেজাউল ইসলামসহ আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিকে করোনার ভয়াবহতা থেকে বাঁচতে প্রায় ১০ দিন যাবৎ কর্মহীন হয়ে বাড়িতে অবস্থান করছেন শিবগঞ্জ পৌর এলাকার বাসিন্দারা। ফলে দূর্ভোগে পড়তে হয়েছে এখানকার খেটে খাওয়া নিম্নবিত্ত মানুষদের। ঘরে যে পরিমাণ খাবার ছিল তা প্রায়ই শেষ হয়ে গেছে।

ফলে তাদের কথা চিন্তা করে পাশে দাঁড়িয়েছে মধুমতি পরিবার। সকালে তরুণ উদ্যোক্তা মধুমতি বিজনেস ডেভেলপমন্টে লিমিটেডের ব্যবস্থাপনা সম্পাদক মাসুদ রানা ৫শ’ পৌরবাসির জন্য শুকনো খাবার পৌঁছে দেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র কারিবুল হক রাজিন, প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেন, প্রকৌশলী সাদিকুল ইসলামসহ অন্যরা। অপরদিকে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে ইউপি চেয়ারম্যান দরিদ্রদের বাড়িতে বাড়িতে চাল পৌঁছে দিয়েছেন। দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েলের নিজ উদ্যোগে গত দুদিনে চাল পৌঁছে দেন। জানা গেছে, করোনাভাইরাস আতঙ্কের কারণে মানুষ যখন ঘরবন্দি তখন দাইপুখুরিয়া ইউনিয়নের ৪শ’ ৪০ জন অসহায় দরিদ্র পরিবারের মাঝে ৫ কেজি করে চাল নিজ দায়িত্বে পৌঁছে দেন চেয়ারম্যান।

এছাড়া তিনি সচেতনতা বৃদ্ধির লক্ষে ইউনিয়নের বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে করেন। চাল পেয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, কয়েকদিন ধরে ঘর থেকে কাজের জন্য বাইরে যেতে পারছিনা। ঘরে কোনো টাকা নেই, চালও নেই। তাই চেয়ারম্যানের এমন উদ্যোগ সাধুবাদ জানিয়েছেন। চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল বলেন, অসহায় দরিদ্র পরিবারের মাঝে নিজ দায়িত্বে তাদের বাড়িতে বাড়িতে চাল পৌঁছে দিয়ে নিজের কাছে খুব ভালো লাগছে। ইউনিয়নবাসীর জন্য কিছু করার জন্য সব সময় চেষ্টা করে যাচ্ছি।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর