চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের খাদ্য সহায়তা বিতরণ

সময়: 3:11 pm - April 9, 2020 | | পঠিত হয়েছে: 674 বার

প্রাণঘাতি করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে এবং এর প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের শ্রমজীবী, দরিদ্র, অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে চাল, ডাল, আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৪ এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা এই খাদ্য সহায়তা প্রদাণ করেন। বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠে আয়োজিত খাদ্য সামগ্রী প্রদাণ অনুষ্ঠানের উদ্বোধন করেন “আমরা ১৯৯৪ এসএসসি ব্যাচ” এর সভাপতি এ্যাডভোকেট মোল্লা হাসান শরিফ সনি। পূর্বে থেকেই বিদ্যালয়ের মাঠে সংক্রমন প্রতিরোধে প্রায় ৩ ফিট করে দূরত্বে খাদ্য সামগ্রীসহ একটি করে বস্তা রেখে দেয়া হয় এবং প্রত্যেককে একটি করে বস্তা নেবার জন্য অনুরোধ করা হয়।

এ সময় তার সাথে সংগঠনের সাধারন সম্পাদক মো. নাসিরুল হক, রাজশাহী পবা উপজেলা শিক্ষা অফিসার ও সংগঠনের যুগ্ম সম্পাদক মো. মোখলেসুর রহমান মিঠু, আলীনগর হাই স্কুলের শিক্ষক ও সংগঠনের দপ্তর সম্পাদক মো. মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মনির উদ্দিন আহমেদ পারভেজ, ক্রীড়া সম্পাদক মো. তোহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. ইউসুফ এবং কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. এনামুল হকসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতি হাসান শরিফ জানান, করোনার প্রভাবে মানুষ বাইরে বের হতে পারছেনা। পারছেনা কোন কাজ করে খেতে। সেক্ষেত্রে পরিবারে হাহাকার থামবে কিভাবে ? আর তাই আমরা হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৪ এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা নিজেদের বেতন ও ব্যবসার টাকা থেকে কিয়দংশ দিয়ে পৌর এলাকার ১৩৫ টি পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি মাত্র। আর আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, পৌর এলাকার মোট ১৩৫টি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি মসুর ডাল, ১ লিটার সোয়াবিন তেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবন, ১টি সাবান এবং নগদ ১০০ টাকা করে সহায়তা হিসেবে প্রদাণ করা হয়। এছাড়া এর আগেও বিভিন্ন দূর্যোগপূর্ণ অবস্থাতে বিভিন্ন সময় ১৯৯৪ এসএসসি ব্যাচের
শিক্ষার্থীরা জেলার দূ:স্থ ও অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।

রাজশাহী বার্তা/Asfraful Islam

এই বিভাগের আরও খবর