চাঁপাইনবাবগঞ্জে ৫০ জন ভিক্ষুকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সময়: 11:03 pm - April 12, 2020 | | পঠিত হয়েছে: 306 বার

চাঁপাইনবাবগঞ্জে কর্মহীন হয়ে পড়া গরিব, দুস্থ ও ভিক্ষুকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে ১২ এপ্রিল রোববার দুপুর ১২ টার দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ৫০ জন ভিক্ষুককে খাদ্য সামগ্রী বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন। আলমগীর হোসেন জানান, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে অঘোষিত লকডাউন চলছে। ফলে কর্মহীন হয়ে পড়েছে বহু মানুষ।

এ কর্মহীন মানুষের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা পৌঁছে দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরলস কাজ করে যাচ্ছি। এ অসময়ে যাতে কোন কর্মহীন মানুষ অনাহারে দিনকাটাতে না হয় সে জন্য বিভিন্ন এলাকায় নিজে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করছি।

সকলকে করোনাভাইরাস হাত থেকে রক্ষা পেতে বিনা প্রয়োজনে ঘরের বাইরে না যাবারও পরামর্শ দেন মো. আলমগীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, এনডিসি মো. রবিন মিয়া, প্রধানমন্ত্রীর ভিক্ষুক পূর্ণবাসন কার্যক্রমে সহায়তাকারী তরুণ নারি উদ্যোক্তা মোসা. নাজনীন ফাতেমা জিনিয়াসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকগণ। -কপোত নবী।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর