চাঁপাইনবাবগঞ্জে অসহায় জনগোষ্ঠীর মাঝে ১০ টাকা কেজির চাল বিক্রি
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে সমাজের অসহায়, খেটে-খাওয়া, দরিদ্র জনগোষ্ঠীর মাঝে নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ১০ টাকা কেজির চাল বিক্রির কার্যক্রম চলমান রয়েছে।
সোমবার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা মিশন বাজারে দিনব্যাপী প্রায় ৪ শতাধিক পরিবারের মাঝে এসব বিক্রি করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে প্রত্যেককে ৩০ কেজি করে চাল দেয়া হয়।
বালিয়াডাঙ্গা ইউনিয়নে ১০ টাকা কেজি দরে সরকারি চাল বিক্রি কর্মসূচির অন্যতম ডিলার ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন জয়ার্জ জানান, করোনা পরিস্থিতির কারনে আমাদেরকে বাড়তি সচেতন থাকতে হচ্ছে।
কারণ প্রত্যেককে সামাজিক দুরত্ব নিশ্চিত করে দাঁড়ানোর জন্য বাড়তি লোকবলের প্রয়োজন হচ্ছে। তারপরেও সরকারি নির্দেশনা বাস্তবায়ন করেই চাল দেয়া হচ্ছে।
ইউনিয়নের বালিয়াডাঙ্গা, পলশা, শ্রীরামপুর গ্রামের জনগোষ্ঠীর মাঝে চাল দেয়া হয়েছে সোমবার এবং আগামীকালও তা অব্যাহত থাকবে। করোনা পরিস্থিতির এই সময়ে সরকার এই কর্মসূচি অব্যাহত রাখায় খুশি চাল নিতে আসা জনসাধারণ।
রাজশাহী বার্তা/admin